ট্রাস্ট

হালিমা আহ্সান ইনষ্টিটিউট রিয়ার অ্যাডমিরাল এমকে আলম ডেভেলপমেন্ট ট্রাস্টের মাধ্যমে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই ট্রাস্টটি কোম্পানি আইনে নিবন্ধিত, এবং রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম (অবঃ) ৮০ শতক জমি দান করেছেন।

  • ট্রাস্টের নাম: অ্যাডমিরাল এমকে আলম ডেভেলপমেন্ট ট্রাস্ট
  • ট্রাস্টের ধরন: সামাজিক
  • নিবন্ধন নম্বর: এস—১২২৫৩

ট্রাস্টের সদস্যদের নাম পদ:

নাম ট্রাস্টে পদের ধরন
রিয়ার অ্যাডমিরাল মো: খুরশেদ আলম (অবঃ) চেয়ারম্যান
জনাব জেবীন আলম ভাইস-চেয়ারম্যান
জনাব রিসালাত আলম জাবির সাধারণ সম্পাদক
জনাব তাবরেজ আলম জিসান নির্বাহী সদস্য
জনাব ফারহানা খান নির্বাহী সদস্য
জনাব মো. লিয়াকত আলী নির্বাহী সদস্য

এই ট্রাস্টের অধীনে “জেবীন আলম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” নামে আরও একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়, যেখানে ছয় মাস মেয়াদী হাতে কলমে কাজ শিখানোর শর্ট-কোর্স চালু রয়েছে।