বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম বিশিষ্ট এবং শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হালিমা আহ্‌সান ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে স্বাগতম।

শিক্ষা হলো শরীর, মন ও আত্মার সুসংগত বিকাশ। দেশের এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নিজ নিজ ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম ভালো, সৎ, সুশৃঙ্খল ও জ্ঞানী নাগরিক তৈরির লক্ষ্যে হালিমা আহ্‌সান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় ২০১৩ সালে।

এই কলেজে একটি চমৎকার পাঠদান শেখানো পরিবেশ বিরাজ করছে। কলেজটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুইটি চারতলা ভবনে স্থাপিত। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং বিজ্ঞান ল্যাব ছাড়াও, কলেজে পাঠ্য বই, রেফারেন্স বই, জার্নাল, উপন্যাস এবং ম্যাগাজিনের বিশাল সংগ্রহসহ একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। কলেজটিতে প্রায় ৪০টি কম্পিউটার সহ একটি আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে যাতে শিক্ষার্থীদের ব্যবহারিক ভাবে কম্পিউটারের প্রতি ঝোঁক বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও সক্রিয় শিক্ষকমন্ডলী, সৌহার্দ্যপূর্ণ ও কার্যকরভাবে শিক্ষার্থীদের পাঠদান এবং যত্ন নেওয়ার কাজে নিয়োজিত।

এই প্রতিষ্ঠানে শৃঙ্খলা, সময়ানুবর্তীতা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের উপর গুরুত্ব দেওয়া হয়। এই ইনস্টিটিউটে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। অসামান্য ফলাফল, শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ইত্যাদি নানা কারণে হালিমা আহ্‌সান ইনস্টিটিউট এখন অত্র অঞ্চলে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পরিশেষে, আমি এই প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।

Project

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa.

Project

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa.

লাইব্রেরি