প্রতিষ্ঠানের সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলির প্রতি গুরুত্ব দিতে হবে।
খ. শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে সাহায্য করতে হবে।
গ. বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির গুরুত্ব বিবেচনা করে, শিক্ষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে।
ঘ. শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে ধনাত্মক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।
ঙ. শিক্ষার্থীদের আদর্শ শিক্ষকের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে উন্নত আচরণ শেখানো উচিত।
চ. পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীরা সফল হয়; এ ধরনের শিক্ষায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা উচিত।
ছ. বিশৃঙ্খল আচরণের শিক্ষার্থীকে প্রশ্রয় দেওয়া যাবে না।
জ. মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে, পারিবারিক পরিচয় নয়।
ঝ. শিক্ষার পরিবেশ ও পাঠদান প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদ সময়ে সময়ে পর্যালোচনা করবে।
ঞ. ভারসাম্যপূর্ণ শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত এবং ত্রুটিযুক্ত কার্যক্রমকে তিরস্কার করতে হবে।
ট. প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম সংরক্ষণ করতে হবে, যা নতুন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে।
ঠ. শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ড. শিক্ষার্থীর খেলাধুলা ও বিনোদনের গুরুত্বও শিক্ষার মতোই বিবেচিত হবে।
ঢ. প্রতিটি শ্রেণিতে সীমিত সংখ্যক শিক্ষার্থী রাখলে শিক্ষকদের পাঠদান সহজতর হয়।
ণ. শিক্ষার্থীদের পাঠদানকে সহজভাবে উপস্থাপন করতে হবে।
ত. শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়াতে শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে।
থ. গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকবে।
দ. পশু-পাখির প্রতি মমত্ববোধ বাড়াতে হবে এবং তাদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।


