বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে বিজ্ঞান ব্যতীত কোন কিছুই কল্পনা করা যায় না। প্রতিটি প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের জন্য প্রয়োজন বিজ্ঞান ল্যাব। হালিমা আহ্সান ইনস্টিটিউট একটি বিজ্ঞান সম্মত টেকনিক্যাল ও জেনারেল কলেজ। এই কলেজটি শেরপুর জেলার শ্রীবরদী থানা ভায়াডাঙ্গা হাঁসধরা গ্রামে অবস্থিত। কলেজটি বাংলাদেশ ভারত সীমান্তের শেষ ভাগের প্রতিষ্ঠান। এর পরে বাংলাদেশ সীমান্তে আর কোন কলেজ নেই। গারো পাহাড়ের এই অনুন্নত একটি গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন, জনাব রিয়ার অ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম, সচিব- বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভায়াডাঙ্গা ও এর আশপাশের এলাকার লোকজন বেশীর ভাগই রিকশাচালক, ভ্যান চালক ও দরীদ্র কৃষক। এই এলাকার গরীব শিক্ষার্থীদের মান সম্মত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। অত্র কলেজের অভ্যন্তরে রয়েছে একটি সমৃদ্ধ বিজ্ঞান ল্যাব। আমাদের বিজ্ঞান ল্যাবে বিজ্ঞান ব্যবহারিক ক্লাস পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ ও কেমিক্যাল মজুদ রয়েছে। বিজ্ঞান ব্যবহারিক ক্লাস নেওয়ার জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ বিজ্ঞান ল্যাবের সকল যন্ত্রপাতি ও কেমিক্যালের পরিচিতি এবং ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদান করেন থাকেন। অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান ল্যাবে সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশে ব্যবহারিক ক্লাস গুলো পরিচালনা করা হয়ে থাকে।


