অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার

ক। অত্র প্রতিষ্ঠানে দুটি ভবনের সিঁড়ির পাশে এবং ল্যাবের পাশে গ্যাস সিলিন্ডারের মতো বোতল থাকে, যা লাল রঙের হয়।
খ। অত্র প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে। যদি বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব ১৯৯ বা ৯৫৫৫৫৫৫ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে আগুন লাগার কথা জানাতে হবে।
গ। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী যদি ব্যবহার করা হয়, তাহলে আগুন দ্রুততার সঙ্গে প্রতিরোধ করা যাবে এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারকারী সুরক্ষিত থাকবে।
ঘ। আগুনকে এক্সটিংগুইশার দ্বারা প্রতিরোধ করার পদ্ধতিকে সংক্ষেপে পাস মেথড (PASS METHOD) বলা হয়। এটি সবচেয়ে সহজ আগুন প্রতিরোধের উপায়।
ঙ। P (Pull): অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করার আগে ক্যারিং হ্যান্ডেল বা অপারেটিং হুইল-এর সামনে যে সেফটি পিন থাকে সেটি টানতে হবে।
চ। A (Aim): অগ্নিনির্বাপক যন্ত্রে যে ঘড়ুুষ বা পাইপটি আছে, সেটি আগুনের দিকে করতে হবে, যাতে অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে থাকা পাউডার বা কেমিক্যাল আগুনে পড়ে।
ছ। S (Squeeze): অগ্নিনির্বাপক যন্ত্রে যে অপারেটিং লিভারটি আছে, সেটি চাপতে হবে, যাতে অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে থাকা কেমিক্যাল বা পাউডার বের হয়।
জ। S (Sweep): আগুনের চারপাশে কেমিক্যাল বা পাউডার পড়ানোর জন্য ঘড়ুুষ বা পাইপটি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে করতে হবে।